Alokito Sakal
ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটেলিয়ান বিজিবির অভিযানে দু‘কোটি টাকার স্বর্ণ উদ্ধার
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৩৯ PM
Alokito Sakal Alokito Sakal :

২৩ সেপ্টেম্বর সোমবার বেলা দুইটার সময় মহেশপুরের খালিশপুর ৫৮ ব্যাটেলিয়ান বিজিবির বিশেষ অভিযানে দু’কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে।বিজিবি সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপির সামনে দিয়ে সাইকেল যোগে যাওয়ার পথে নতুনপাড়া বিওপির ল্যান্স নায়েক মহিউদ্দিন সাইকেল-আরোহীকে থামতে বললে সে ঐ স্বর্ণ ফেলে পালিয়ে যায়।

এসময় বাই সাইকেলটি উদ্ধার করা হয়। উদ্ধার কৃত মালের মধ্যে আংটি, চেইন, ব্রেসলেট, কানের দুল, হাতে বালা রয়েছে।৫৮ ব্যাটেলিয়ানের পরিচালক কামরুল আহসান জানান, পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে।