Alokito Sakal
জনপ্রিয় ইউটিউবার হৃদয় আহমেদ শান্ত’র “বডিগার্ড “
Friday, 10 January 2020 08:20 PM
Alokito Sakal Alokito Sakal :

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইউটিউবার হৃদয় আহমেদ শান্ত। সোস্যাল মিডিয়াতে তার জনপ্রিয়তার শেষ নেই।

তবে অভিনয় করাটা তার পেশা নয়, অভিনয় করাটা তার নেশা।হৃদয় আহমেদ শান্ত অভিনীত এবং রচিত একাধিক শর্টফ্লিম পৌছে গেছে জনপ্রিয়তার শীর্ষে।

সম্প্রতি সে নতুন একটি শর্টফ্লিম এর কাজ শেষ করেছে। শর্টফ্লিমটির নাম ” বডিগার্ড”।শর্টফ্লিমটির গল্প ও কথা লিখেছেন হৃদয় আহমেদ শান্ত নিজেই।

উক্ত শর্টফ্লিমটিতে হৃদয় আহমেদ শান্ত’র সাথে আরও অভিনয় করেছেন তানিয়া,নাইম খান,নাইমুল,রুপ সহ আরও অনেকে।ভিডিও নির্মাণ করেছেন যিদান মিসবাহ। ভিডিওটি এডিট করেছেন হৃদয় আহমেদ শান্ত নিজেই।

হৃদয় আহমেদ শান্ত বলেন,,সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো,, শর্টফ্লিমটির শেষে থাকছে শিক্ষণীয় একটা বার্তা। আশা করছি সকলের অনেক ভালো লাগবে।

তাছাড়া আমি সব সময় ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি।আপনাদের দোয়া ও ভালোবাসাতে এতদুর এসেছি। আশা করি আগামী দিনগুলোতেও আমার পাশে থাকবেন ও সাপোর্ট করবেন।

শর্টফ্লিমটি খুব শীঘ্রই Hridoy Ahmed Santo’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলে জানা গেছে।