Alokito Sakal
কবিতা : সুখ পাখি
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ ১১:১৪ PM
Alokito Sakal Alokito Sakal :

কোন গভীর অরণ্যের সুখ পাখিরে তুই
থাকিস যে কোথায় কোন নীড়ে?
তোর দর্শনে হয়ে উন্মাদ হয়ে ঘর ছেড়ে
খুঁজি অজস্র মানুষের এই ভিড়ে।
গ্রাম ছেড়ে শহরে অলিতে গলিতে খুঁজে
ধৈর্যের বাঁধ ভেঙে আর যে সয়না,
মন চায় আদরে ডাকি দোয়েল, কোকিল,
পাপিয়া, বউ কথা কও ও ময়না।
ধরতে গেলে পালিয়ে বেড়ায় দিস না রে
তুই যে মনের খাঁচায় কেনো ধরা ?
চলেগেলি তুই আজ আমায় ভুলে দূরে
বহুদূরে কিভাবে পড়ই হাতকড়া।
ভাবতে পারিস না কখনো আপন আমায়
হই যদি কোনোদিন আমি নির্দয় !
সবকিছু হবে লন্ডভন্ড ঠিক আগের মত
তখন যে আমি হবো নিরুপায়।