Alokito Sakal
ঢাকা টাইমসের সম্পাদককে হুমকির প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ ০৬:৪৫ PM
Alokito Sakal Alokito Sakal :

দৈনিক ‘ঢাকা টাইমস’ এবং ঢাকা টাইমস২৪ডটকম এর সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ভূঞাপুর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর )
সকাল ১১ ঘটিকায় ভূঞাপুর উপজেলা এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল (দৈনিক যুগান্তর)। এ সময় তিনি আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জানান। যারা এই হুমকির ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন ।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সহ সভাপতি মো: আতোয়ার রহমান তালুকদার (দৈনিক মজলুমের কন্ঠ), প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ( দৈনিক কালের কণ্ঠ) যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজু ( দৈনিক আজকালের খবর, কার্যকরী সদস্য আব্দুল আলীম(দি নিউ নেশন, কার্যকরী সদস্য সিরাজুল ইসলাম কিসলু ( দৈনিক আমাদের সময়, কার্যকরী সদস্য জুলিয়া পারভেজ (এশিয়ান টেলিভিশন, ফরমান শেখ (দৈনিক সকালের সময়, মুহাইমিনুল ইসলাম হ্রদয় (৭১ বাংলা টিভি) প্রমুখ ।