Alokito Sakal
ভূঞাপুরে আর্ন্তজাতিক প্রতিবন্ধি দিবস পালিত
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ ০৬:৩৫ PM
Alokito Sakal Alokito Sakal :

“অভিগম্য আগামীর পথে” শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে আর্ন্তজাতিক প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড প্রদক্ষিন করে পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে এসে শেষ করে। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।

সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, কৃষকলীগ নেতা হযরত আলী প্রমুখ।
এছাড়া বিভিন্ন অটিজম ও প্রতিবন্ধি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।