Alokito Sakal
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে সিআরপির কর্মসূচি
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ ০৫:০৫ PM
Alokito Sakal Alokito Sakal :

দেশের বিভিন্ন স্থানের ন্যায় রাজশাহীতেও ২৮ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় নগরীর সিএন্ডবি মোড় থেকে রাজশাহী মহানগর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি’র) হেয়ার প্রজেক্টের কর্মকর্তারা জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র্যালী বের করেন।

র্যালীটি শিশু একাডেমীর সামনে গিয়ে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী জেলা প্রশাসক জনাব হামিদুল হক।

জেলা  সমাজসেবা অফিসের উপপরিচালক হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সারোয়ার জাহান, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা অফিসার আশিকুজ্জামান।

এদিন প্রতিবন্ধীদের মাঝে ৩টি সেলাই মেশিন, হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সিআরপির হেয়ার প্রজেক্ট ম্যানেজার লুভনা ইয়াসমিনসহ শতাধিক প্রতিবন্ধী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)  এবং ডিএফআইডির সহযোগিতা অনুষ্ঠিত কর্মসূচী সমাপ্ত ঘোষণা করা হয়।