Alokito Sakal
চাঁপাইনবাবগঞ্জে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ০৪:৪৭ PM
Alokito Sakal Alokito Sakal :

মুসা মিয়া ,চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জে রহনপুর ব্যাটালিয়ান (৫৯ বিজিবি)’র ৪র্থতম প্রতিষ্ঠাবার্ষিকী নানান আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর পৌনে ১টায় ব্যাটালিয়ানের নিজস্ব ক্যাম্পে এক প্রীতিভোজ, ক্যাম্পের মসজিদের ফলক উম্মোচন ও দুঃস্থদের কম্বল বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজিবি’র সেক্টর কমান্ডার রাজশাহী অঞ্চল কর্ণেল তুহিন মোহম্মদ মাসুদ, জেলা প্রশাসক এজেডএম নুরুল হক, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, সিবিল সার্জন ডাঃ জাহিদ নুজরুল চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক আনিছুর রহামান খাঁন ‍কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মঞ্জুরুল হুদা, ৫৩বিজিবি’র অধিনায়ক মাহমুদ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, জেলার প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রীতিভোজের পুর্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। প্রীতিভোজের পর দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ ও মসজিদের ফলক উম্মোচন করেন অতিথিবৃন্দ।