Alokito Sakal
নারী নির্যাতন প্রতিরোধে সচতনতা বাড়াতে হবে : ডিসি কামাল হোসেন
শনিবার, ৩০ নভেম্বর ২০১৯ ১০:২৪ PM
Alokito Sakal Alokito Sakal :

‘নারী-পুরষ সমতা-রুখতে পারে সহিংসতা’ এ প্রতিপাদ্যে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয়েছে ওয়াকাথন (দীর্ঘ পথচলা)। ৩০ নভেম্বর সকালে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে কক্সবাজার মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর।

সৈকতের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। সভায় প্রধান অতিথি বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিন আল পারভেজ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাল্টি সেক্টরাল প্রোগ্রামের চিকিৎসা ও মনোবিজ্ঞানী অনিতা রানী সাহাসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। এ সময় ওয়াকাথনটি সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে গিয়ে তা সম্পন্ন হয়। এরপরে সেখানে নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রমে অবদান রাখায় বিভিন্ন সংগঠনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।