Alokito Sakal
ওয়েব সিরিজে নাচবেন সানি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ ০২:০৫ AM
Alokito Sakal Alokito Sakal :

আবারও ওয়েব সিরিজে কাজ করবেন সানি লিওন। তবে অভিনয় নয়, ‘হ্যাললো জি’ নামের একটি গানের তালে কোমর দোলাবেন এ অভিনেত্রী। আর এটি প্রযোজনা করছেন একতা কাপুর। গানটি গেয়েছেন কণিকা কাপুর।

বলিপাড়ায় প্রবাদ বাক্যের মতো, সানি একতা জুটি। তারা একসঙ্গে হলেই হিট। তার প্রমাণ ‘বেবি ডল’ গানে দেখিয়েছেন। গানটি সারা দেশের মনে হিন্দোল তুলেছিল। এবার আরও একবার তারা একসঙ্গে কাজ করতে চলেছেন। স্বাভাবিকভাবেই এ নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের সীমা নেই। আর বরাবরের মতো এবারও তাদের সঙ্গে রয়েছে জি ফাইভের ‘ ‘রাগিনী এমএমএস রিটার্নস’; অর্থাৎ আরও একটি রাগিনী ফ্র্যাঞ্চাইজি।

ওয়েব সিরিজের এই কাজ নিয়ে সানি বলেন, ‘একতার সঙ্গে এর আগেও কাজ করছি। ওর সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে। আমরা আগেই জানতাম, ওটাই শেষ নয়। এর পরে আরও নিশ্চয়ই কাজ করব। এই গানটি সত্যিই খুব সুন্দর।’

জানা গেছে, গানের কোরিওগ্রাফ করেছেন বিষ্ণু। এর আগে বিষ্ণুর সঙ্গে সানি লিওন প্রচুর কাজ করেছেন।

এ প্রসঙ্গে একতা কাপুর বলেন, ‘আমি নিশ্চিত এই গানের সঙ্গে দর্শকরাও নেচে উঠবেন এবং দীর্ঘদিন এই গান তাঁদের মনে থাকবে।’ এদিকে সানি সম্প্রতি বাংলাদেশি একটি ছবির আইটেম গানে নেচেছেন। কার্যতই বাংলাদেশেও সানির ভক্ত নেহাত কম নয়।