Alokito Sakal
সংস্কার বিহীন রাস্তা ঝুকিপূর্ণ চলাচল করছে যানবাহন ও জনসাধারণ
বুধবার, ৩০ অক্টোবর ২০১৯ ০৯:০৫ PM
Alokito Sakal Alokito Sakal :

আবু সুফী,স্টাফ রিপোর্টার :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মানিক নগর বাজার হতে নবীনগর রাস্তাটি সংস্কারে অভাব ঝুকিপূর্ণ ভাবে চলছে যানবাহন ও চরম দুর্ভোগে চলাচল করছে জনগন।

মানিক নগর বাজার হতে নবীনগর যেতে নাছিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুর্বে পাশে ও অভিনাষ ভুইয়ার বাড়ির পুকুরে পার এবং নাছিরাবাদ নতুন পাড়া হান্নান মিয়ার বাড়ির পাশে খানাখন্দের কারণে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মানিক নগর বাজার হতে নবীনগর যাওয়ার একমাত্র যোগাযোগ মাধ্যম রাস্তাটি সংস্কারে অভাবে ঝুঁকিপুর্ন ভাবে চলছে যানবাহন, প্রতিনিয়ত কোন না কোন ছোট বড় দুর্ঘটা ঘটেই চলছে। নবীনগর উপজেলার পশ্চিম অঞ্চলের জনসাধারণের উপজেলা সদরে যোগাযোগ এর মাধ্যম এই রাস্তটি সংস্কারের অভাবে স্কুল কলজের শিক্ষার্থী সহ ব্যাবসায়ীরা পড়েছেন চরম দুর্ভোগে।

নাছিরাবাদ ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসান জালাল বলেন – “আমি নিজেও একজন ভুক্তভোগী, ইুউনিয়ন পরিষদের মিটিং এ বেশ কয়েকবার বিষয়টি নিয়ে আলোচনা করছি চেয়ারম্যান সাহেব বলেছেন বিষয়টি স্হানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল সাহেবকে অবগত করা হবে”।

নাছিরাবাদ গ্রামের বিশিষ্ট মৎস্য ব্যাবসায়ী সফর আলী বলেন – “রাস্তাটি সংস্কারের অভাবে আমাদের ব্যাবসার চরম ক্ষতি সাধিত হচ্ছ”।

উল্লেখ্য থাকে যে, গতকাল বুধবার সন্ধ্যায় অভিনাস ভুইয়ার বাড়ির সামনে একটি অটোরিকশা পুকুরে পরে যাওয়ার কারনে চার জন আহত হয় তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাই অত্র অঞ্চলের জনসাধারণের প্রানের দাবী রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলতে স্হানীয় সাংসদ সহ যথাযথ কতৃপক্ষের সুদৃষ্টি হবে।জনদুর্ভোগ থেকে মুক্তি পাবে অত্র এলাকার জনসাধারণ আর ঘটবেনা কোন দুর্ঘটনা।