Alokito Sakal
দ্বিতীয় ম্যাচে পরাজয় দেখলো আলোকিত সকাল টিম
শনিবার, ৩০ অক্টোবর ২০২১ ০২:২৬ AM
Alokito Sakal Alokito Sakal :

শহিদুল ইসলাম ঃ ঢাকার মতিঝিলের ঐতিহ্যবাহী আরামবাগ এলাকার আরামবাগ চ্যাম্পিয়ন্স লীগ (এসিএল) -২ এর নিজেদের দ্বিতীয় ম্যাচে মাদ্রাসা একাদশ এর সাথে ২ উইকেটে পরাজয় হয় আলোকিত সকাল দল। প্রথমে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আলোকিত সকাল দলের অধিনায়ক শরিফুল ইসলাম সুজন। ওপেনিং এ ব্যাটিং এ নামে জিকু ও শহিদুল (জন্টি)। প্রথম ওভার ৫ রান সংগ্রহ করে। তারপর ২ ব্যাটসম্যান ভালোই শুরু করে। কিন্তু মাঝপথে জুটি ভেঙ্গে যায়। জন্টি ১ ছয় ও ২ চারে ১৬ রান সংগ্রহ করে। জিকু ১ চারে ১২ রান সংগ্রহ করে। পরে আশরাফুল নেমে তার ব্যাটিং এর কারিশমা দেখায়। আশরাফুল গত ম্যাচের মতো এই ম্যাচেও পর পর ২ ছয় মেরে খেলার রান এর গতি বাড়িয়ে দেয়। আশরাফুল আউট হওয়ার আগে ২০ রান সংগ্রহ করে। পরে শেষ ওভারে ইব্রাহিম ২ ছয় মেরে দলের রান ৭১ এ নিয়ে যায়।

পরে মাদ্রাসা একাদশ ব্যাটিং এ নেমে খুবই সুন্দর শুরু করে। প্রথম ওভারে ১৫ রান সংগ্রহ করে। পরের ওভারে জিকুর বলে ৯ রান সংগ্রহ করে। পরের ওভারে ইব্রাহিমের এক ওভারে ২৪ রান সংগ্রহ করে। প্রথম ৩ ওভারেই মাদ্রাসা একাদশ ৪৮ রান সংগ্রহ করে। পরে আশরাফুল ও জিকু, কাউসার ভালো বোলিং করে মাদ্রাসা একাদশকে চেপে ধরে। এর মাঝে মাদ্রাসা একাদশের ৭ টি উইকেটের পতন ঘটে। যার ফলে মাদ্রাসা একাদশের শেষ ১২ বলে প্রয়োজন পড়ে ৯ রান। শেষ ওভারের ২য় বলে মাদ্রসা একাদশ জয়লাভ করে মাঠ ছাড়ে।
এতে করে ২য় ম্যাচে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে আলোকিত সকাল দল। আলোকিত সকাল ১ ম্যাচ জয় ও ১ ম্যাচ পরাজয় নিয়ে ৪র্থ স্থানে অবস্থান করছে। আগামী শুক্রবার ৫ তারিখ তাদের পরবর্তী খেলা।

উল্লেখ্য, দৈনিক আলোকিত সকাল খেলার মিডিয়া পার্টনার হিসেবে আয়োজনের সাথে রয়েছে। আরামবাগ চ্যাম্পিয়ন্স লীগের সকল খবরা খবর প্রচার করবে দৈনিক আলোকিত সকাল।
লীগের এ গ্রুপের দলগুলো -আলোকিত সকাল, আরামবাগ সানরাইজার্স, ইউনাইটেড আরামবাগ, মাদ্রাসা একাদশ, ধানসিড়ি বয়েজ।
লীগের বি গ্রুপের দলগুলো-আরামবাগ ভাইপার্স, আরামবাগ ভোল্টস, আরামবাগ স্পার্টান্স, আরামবাগ সুপার চার্জার্স, আরামবাগ এক্সপ্রেস।