Alokito Sakal
ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২
শনিবার, ১৬ অক্টোবর ২০২১ ০৮:১৬ AM
Alokito Sakal Alokito Sakal :

মোঃ হেলাল তালুকদার ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ টাংগাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ি ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত হামেদ আলী (৪৫)ঘাটাইল উপজেলার সাহাপুর গ্রামের দারগ আলীর ছেলে।

এসময় সিএনজি চালক মমিনুর রহমান (৩৫) জোয়াদ আলী (৭৫) আহত হয় ,পরে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে মমিনুর রহমানকে টাংগাইল সদর হাসপাতাল ও জোয়াদ আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাটাইল গামী যাত্রী নিয়ে একটি সিএনজি টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পোড়াবাড়ী নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।