Alokito Sakal
কবিতা : সবুজের কোলাহলে – সোহানুর রহমান সোহান
রবিবার, ১০ অক্টোবর ২০২১ ০৮:৪০ AM
Alokito Sakal Alokito Sakal :

সবুজের কোলাহলে
সোহানুর রহমান সোহান
সীমানা ছাড়িয়ে
দু’হাত বাড়িয়ে
মন যেতে চায় হারিয়ে
সবুজের কোলাহলে।
সবুজ এই ধানের
আইল ধরে হেটে যায় সীমানাহীন
মেঠোপথ ধুলোয় পা ডুবিয়ে
মন জুড়ায় প্রকৃতির মাঝে।
মাটির এই মমতায়
ছুঁয়ে আছে মন আমার
অবারিত শস্য শ্যামল এই বাংলায়
হারাতে চায় মন সহস্র বার।