Alokito Sakal
কবিতা : শুভ্র শরৎ – মাহবুব-এ-খোদা
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ ০৮:৪২ PM
Alokito Sakal Alokito Sakal :

শুভ্র শরৎ
মাহবুব-এ-খোদা 
শুভ্র কাশ আর সাদা বকে
শরৎ বসায় মেলা,
দূর গগনে উড়ে বেড়ায়
শুভ্র মেঘের ভেলা।
হাসনাহেনা শিউলি ফুলে
শুভ্রতারই খেলা,
শাপলার রূপে মুগ্ধ হয়ে
যায় কেটে যায় বেলা।
নদীর জলে জেলের জালে
সরপুঁটি আর চেলা,
এমন ঋতু উপভোগে
কেউ করে না হেলা