Alokito Sakal
কবিতা : নজরুলের কর্মজীবন – মাহতাব উদ্দিন 
রবিবার, ২৯ অগাস্ট ২০২১ ১২:০২ AM
Alokito Sakal Alokito Sakal :

নজরুলের কর্মজীবন 
মাহতাব উদ্দিন 
ছাত্রজীবন শেষ না হতেই
কর্মজীবন আসে,
অর্থ যোগান দেবার মতো
কেউ ছিল না পাশে।
চাকর পদে অভিষেক হয়
প্যাঁচালে কান ভারী,
তারপরে নেন আসানসোলে
রুটির দোকানদারী।
দশম শ্রেণির ছাত্র তখন
আর্মিতে যোগ দিলেন,
কষ্ট ঝেড়ে দুখ-জীবনের
মোড় ঘুরিয়ে নিলেন।
চাকরি ছেড়ে প্রাণের কবি
পত্রিকাতে আসেন,
লেখালেখির স্বর্ণযুগে
প্রশংসাতে ভাসেন।
আন্দোলনে গেছেন কবি
বিপুল সাড়া ফালান,
জেল-জুলুম এ হননি পিছু
কলম যুদ্ধ চালান।