Alokito Sakal
পত্নীতলার করোনা পরিস্থিতি ও টিকা কার্যক্রম
সোমবার, ২৬ জুলাই ২০২১ ০৭:২১ PM
Alokito Sakal Alokito Sakal :

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় ২হাজার ৩৪ জন এখোনো পায় নি করোনা ভ্যাকসিনের ২য় ডোজ। এত দিন পরে ২য় ডোজ কতটা কার্যকর হবে তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা।

উপজেলায় গত ২৪ ঘন্টায় একজনও আক্রান্ত হয় নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ২৬ জুলাই ৮ টি নমুনার এন্টিজেন টেস্টে সবাই নেগেটিভ। একজনও পজিটিভ হয় নি। এ উপজেলায় বর্তমানে মোট পজিটিভ রোগী ২৪ জন।এ পযর্ন্ত মোট পজিটিভ ৪৩২ জন,এ পর্যন্ত মোট সুস্থ ৩৯৭ জন।এ পযর্ন্ত মোট মৃত‍্যু ১১ জন আগামীকাল ৪ জনকে সুস্থ‍্য ঘোষনার জন‍্য লিষ্ট পাঠানো হবে।

এদিকে আাজ করোনা ভ‍্যাকসিন নিয়েছেন পুরুষ ২২৬ জন, নারী ২১২জন, মোট ৪৩৮ জন। ২য় চালানের ১ম ডোজ টিকা গ্রহন করেছেন এ পর্যন্ত ১ হাজার ১৯৯ জন পুরুষ ও ৯৯১ জন নারী সর্বমোট ২হাজার ১৯০ জন টিকা গ্রহন করেছেন। ১ম চালানের ১ম ডোজ নেওয়ার পরে ২য় ডোজ পান নি তাদের টিকা এখনো আসেনি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ বলেন ১ম ডোজ নেওয়ার পরে যারা ২য় ডোজ পায় নি এরকম ২ হাজার ৩৪ জন আছেন। ২য় ডোজর টিকা ঢাকায় এসেছে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আসলেই তাদের নতুন করে বার্তা প্রেরন করা হবে এর পরে তারা এসে টিকা গ্রহন করবেন। তিনি সকল কে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।