Alokito Sakal
ঠাকুরগাঁও এর হরিপুরে বিপুল সংখ্যক মাক্স ও সাবান বিতরণ
শনিবার, ২৪ জুলাই ২০২১ ০৭:০৫ PM
Alokito Sakal Alokito Sakal :

আজ ২৪ই জুলাই ঠাকুরগাঁও এর হরিপুরে ও ৬নং ভাতুরিয়া ইউনিয়নে বিপুল সংখ্যক মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো: মাজহারুল ইসলাম সুজনের নির্দেশক্রমে ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে এ কর্মসূচি গ্রহণ করা হয়। ৬নং ভাতুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: আল মামুনুর রশীদ (মামুন সরকার) এর নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কর্মসূচি পালন করা হয়েছে।

৬নং ভাতুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: আল মামুনুর রশীদ (মামুন সরকার) বলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মাজহারুল ইসলাম সুজন ভাইয়ের নির্দেশক্রমে মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করতে হরিপুর উপজেলা ও ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় মাস্ক ও সাবান বিতরণের পাশাপাশি জনসচেতনা বৃদ্ধির লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। বতর্মান সারাদেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন মৃত্যু বেড়ে চলছে, এ অবস্থায় করোনা প্রতিরোধে সচেতনা ও স্বাস্থবিধি মানার কোন বিকল্প নেই। সচেতনতা বৃদ্ধি, মাক্স ও সাবান বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।