Alokito Sakal
শরৎ বৃষ্টি
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৫:২২ AM
Alokito Sakal Alokito Sakal :

আকাশ ছিলো নীল,
ডানামেলে উড়তেছিলো-
একঝাঁক চিল।
সূর্যের প্রখর তাপে-
শুকিয়ে গেছে বিল।

দেখছি চেয়ে গগনে,
সাদা মেঘ ভাসছে-
আপন মনে।
আমার ইচ্ছে হয়,
ভাসি তাদের সনে।

হঠাৎ দেখি গগনে,
পাল্টে গেলো রং কিছুক্ষণে,
কালো মেঘ আসলো ঘনিয়ে।
এক ফোঁটা বৃষ্টি-
পড়লো আমার নয়নে।

মনের আনন্দে,
ছমছম বৃষ্টির ছন্দে,
ঝিরিঝিরি পবনে,
আজিকে ভিজলাম-
শরৎ বৃষ্টির সনে।