Alokito Sakal
শরতের পুজো
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৫:২২ AM
Alokito Sakal Alokito Sakal :

শরৎ এলো পুজো এলো
এলো সুখের হাসি,
শঙ্খ বাজে, কাঁসর বাজে
বাজে প্রেমের বাঁশি।

বাজনা শোনে সবাই খুশি
খুশি জোয়ান বুুড়ো,
সেই খুশিতে গলা সাধেন
পুজোর ধর্মগুরু।

রং লাগিয়ে নাকে মুখে
রং লাগিয়ে গালে,
পুজোর সময় নাচেন সবাই
দারুণ ছন্দ তালে।

এই পুজোতে ঘুরব সবাই
হাসব পরান খোলে,
দেখব পুজো মনের সুখে
দ্বিধাদ্বন্ধ ভুলে।