Alokito Sakal
বাঁশখালী গার্লস কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৬:২৮ AM
Alokito Sakal Alokito Sakal :

চট্টগ্রামের বাঁশখালী গার্লস কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত (২৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গার্লস কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মুসা সিকদার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাঁশখালীর সাবেক সাংসদ মাহামুদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- ডাঃ ফারুক আহমদ, সাবেক অধ্যক্ষ সূচিত্রা রায়, অধ্যাপক জমির উদ্দীন চৌধুরী, বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রী কলেজের অধ্যাপক এস এম আতাউর রহমান।

সমাবেশে অভিবভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, ইন্দুভূষন রুদ্র, জসীম উদ্দীন, নুরুল বশির, নাসির উদ্দীন। কলেজের অধ্যাপকদের মধ্যে বক্তব্য রাখেন মো: জসিম উদ্দীন, শাহীন আক্তার, শেখ মাহমুদা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে সাবেক মেয়র ও বাঁশখালীর সাবেক সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরী অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সন্তানের দিকে খেয়াল রাখবেন। তাদের চলাফেরা নজরদারিতে রাখবেন। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করতে কলেজের শিক্ষকদের পাশাপাশি আপনাদেরও খেয়াল রাখতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, শিক্ষিত জাতি বিশ্বের যেকোন প্রান্তে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তাই তোমরাদেরকে লেখাপড়ায় মনোযোগী হয়ে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে।