প্রকাশিত : 09:50 PM, 24 May 2022 Tuesday 95 বার পঠিত
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকী করন প্রকল্পের আওতায় সরকারি ৫০% ভতুর্কি মূল্যে বীজ বপন যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এই বীজ বপন যন্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব প্রমুখ। এই যন্ত্রটি অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান নিজেই কৃষক হিসেবে গ্রহণ করছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।