মহেশপুরে মাদক, বাল্যবিবাহ এবং আত্নহত্যা প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্টিত
প্রকাশিত : ০৬:২৭ PM, ২০ জানুয়ারী ২০২১ বুধবার ৪৩ বার পঠিত
শামীম খাঁন, মহেশপুর প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহায়তায় আজমপুর ইউনিয়ন পরিষদে দিনব্যাপী মাদক, বাল্যবিবাহ এবং আত্নহত্যা প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্টিত হয়।
বুধবার(২০ জানুয়ারি) সকালে ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মইজউদ্দিন হামিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, আজমপুর ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী মোঃ আকিদুর রহমান, ঝিনাইদহ জেলা সৈনিকলীগ সদস্য মোঃ আজিজুর রহমান মন্টু, বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রকিব উদ্দিন, বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশীদ, মালাধরপুর দাখিল মাদরাসার সুপার মাও. মোঃ মিজানুর রহমান, এস,আই মোঃ জলিল প্রমূখ।
অনুষ্ঠানে অংশ গ্রহন করেন শিক্ষক, কাজী, ছাত্র/ছাত্রী, অভিভাবক, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি। বাস্তবায়নকারী সংস্থা মহিলা ও শিশু উন্নয়ন কমিটি, মহেশপুর, ঝিনাইদহ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।