৫ ম্যাচে ৪ গোল, অপ্রতিরোধ্য নেইমার
প্রকাশিত : ০৬:৫৮ AM, ৭ অক্টোবর ২০১৯ সোমবার ১৩০ বার পঠিত
পিএসজির জার্সিতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন নেইমার। প্রতি খেলায়ই গোল করে যাচ্ছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। সর্বশেষ ৫ ম্যাচে ৪টি গোল করেন নেইমার। রাতে অনুষ্ঠিত ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে পিএসজি ৪-০ গোলে অ্যাঞ্জারসকে হারিয়েছে। তবে চতুর্থ গোলটি আসে নেইমারের পা থেকে।
যদিও এই চারটি গোলের মধ্যে কারও পা থেকে একের অধিক আসেনি। পিএসজির হয়ে একটি করে গোল করেছেন তারকা পাবলো সারাবিয়া, মাউরো ইকার্দি, ইদ্রিসা গেয়ি ও নেইমার।
পিএসজি শুরু থেকেই প্রধান্য ধরে রেখে খেলতে থাকে। তাই প্রথার্ধেই পেয়ে যায় দুটি গোল। খেলার ১৩ মিনিটে পাবলো সারাবিয়া গোল করে পিএসজিকে এগিয়ে নেন। তারপর ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি।
বিরতির পরও মাঠ দখলে থাকে পিএসজির। গেয়ি গোলে করে ব্যবধান ৩-০ দেন। আর শেষ মুহূর্তে নেইমারের গোলে জয়ের উল্লাসে মাতে বর্তমান চ্যাম্পিয়নরা।
ফ্রেঞ্চ লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। চলতি মৌসুমে ৯ ম্যাচ খেলে ২১ পয়েন্ট অর্জন করে পিএসজি পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।