১৫ টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের আশ্বাস দিলেন গৌরীপুর পৌর মেয়র
প্রকাশিত : ০৩:২৪ AM, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার ২৮৮ বার পঠিত
ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরে শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা ও শান্তি শৃংখলা রক্ষায় ১৫টি পূজা মন্ডপে পূজা চলাকালীন সময়ে সিসি ক্যামেরা স্থাপনের আশ্বাস দিয়েছেন পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় গৌরীপুর পৌরসভার মেয়রের কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
মতবিনিময় সভায় গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া, পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গৌরীপুর উপজেলা শাখার সভাপতি অরুন চন্দ্র সরকার, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মদন মোহন দাস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান, পৌরসভার কাউন্সিলর এস আলী আহাম্মদ, মাসুদ মিয়া রতন, আতাউর রহমান আতা, সাইফুল ইসলাম রিপন, নূরুল ইসলাম, নাজিম উদ্দিন, পৌরসভার মহিলা কাউন্সিলর শিউলী চৌধুরী, জেসমিন আক্তার, দিলুয়ারা আক্তার, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমানসহ গৌরীপুর পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।