১৫ কেজি গাঁজাসহ মা- ছেলেসহ ৩ জন গ্রেফতার
প্রকাশিত : ০৭:১৭ PM, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার ২৪৯ বার পঠিত
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ কেজি শুকনো গাঁজাসহ মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্র জানায়, গত রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জসিমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জনৈক পৌরসভার ১নং ওয়ার্ডের নাসিরের বাড়ির সামনে ওৎ পেতে থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন উপজেলার নিজামখাঁ গ্রামের মতিয়ার রহমানের ছেলে সাইদার রহমান ও তার মা মর্জিনা বেগম, চন্দ্র গ্রামের মৃত মজিবর রহমানের কন্যা খোতেজা বেগম। এ সময় আরো দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানায় এরা দীর্ঘদিন থেকে গাঁজার ব্যবসা করে আসছিল।
পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।