১৫ অক্টোবর গুগলের ‘মহাধামাকা’
প্রকাশিত : ০৬:৩৯ AM, ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ২৬৬ বার পঠিত
গুগল পিক্সেলবুক ২, পিক্সেল ৪, পিক্সেল ৪ এক্সএল, নতুন হোম স্পিকারসহ আরও বিভিন্ন ডিভাইস উন্মোচন হতে যাচ্ছে। গুগলের মহাধামাকে এই অনুষ্ঠানকে বলা হচ্ছে ‘হার্ডওয়্যার ইভেন্ট’।
অন্যান্য প্রযুক্তির প্রতিষ্ঠানের থেকে গুগল কিছুটা ভিন্ন পদক্ষেপ নিয়েছে। যেহেতু প্রতিষ্ঠানটি পিক্সেল ৪ এর কথা জুন মাসেই জানিয়েছে। তাই এবার গুগল নতুন ডিভাইসটির নকশা এক ঝলক দেখানোর সিদ্ধান্ত নিয়েছে।
পিক্সেল ৪ এ সেন্সরগুলোর একটি অ্যারেসহ ফেস আইডি অন্তর্ভুক্ত করবে বলে গুগল নিশ্চিত করেছে। এছাড়াও জেসচার কমান্ড থাকবে, যা প্রজেক্ট সোলি প্রযুক্তিকে কাজে লাগাবে।
উল্লেখ্য, গুগল ২০১৭ সালে প্রথম পিক্সেলবুক ল্যাপটপ আনে। তবে এবারের অনুষ্ঠানে নতুন সংস্করণের পিক্সেলবুক ল্যাপটপও উন্মোচিত হতে পারে।
ইতোমধ্যে গুগল সকল সংবাদমাধ্যমকে ‘আসুন ১৫ অক্টোবর গুগলের তৈরি কিছু নতুন পণ্য দেখুন’ লিখিত আমন্ত্রণপত্র পাঠিয়ে আমন্ত্রণ জানিয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।