১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়া (রবি) এর সেই প্রভাষক সাময়িক বহিষ্কার
প্রকাশিত : 02:06 AM, 1 October 2021 Friday 389 বার পঠিত
অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন
বিশেষ সংবাদদাতা :
সিরাজগঞ্জ শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (রবি)এর ১৪ শিক্ষার্থীর চুল কেটে লাঞ্চিত করার অভিযোগে ও বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিরতা নিরসনে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রভাষক ফারহানা ইয়াসমিনমকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসাথে সাথে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়টির সকল বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর)রেজিস্ট্রার সোহরাব আলীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভিসি মো: আব্দুল লতিফ। এতে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর আবু দেলোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব-৩ সৈয়দা নওয়াবা জাহাদ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী
এর আগে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন ১৪ শিক্ষারর্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি ঘটন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনকে কাঁচি হাতে নিয়ে ঘুরতে দেখা গেছে। ঘটনার আগে পরীক্ষার হলের সামনে তিনি একটি কাঁচি হাতে নিয়ে অপেক্ষা করছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।