হ্যাজার্ডের প্রথম
প্রকাশিত : ০৭:৫১ AM, ৬ অক্টোবর ২০১৯ রবিবার ১৩৩ বার পঠিত
রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোল পেলেন এডেন হ্যাজার্ড। গ্রানাডাকে আটকানো সহজ ছিল না। রিয়াল মাদ্রিদ অবশ্য হ্যাজার্ডের পাশাপাশি গোল পেয়েছে বেনজেমা, মদ্রিচ ও হামেস রদ্রিগেজের কাছ থেকে। গ্রানাডাকে ৪-২ গোলে হারাল রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদ চলতি লা লিগা মৌসুমে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ম্যাচের দ্বিতীয় মিনিটে বেনজেমা গোল করেন। হ্যাজার্ডের গোলটি প্রথমার্ধ শেষ হওয়ার আগে। ৬১ মিনিটে মদ্রিচ তৃতীয় গোলটি করেন। রিয়াল সহজ জয় আশা করছিল। তখন গ্রানাডার হয়ে গোল করেন মাচিস ও দুয়ার্তে। ৩-২ হয়ে যায় ম্যাচ। হামেস অবশ্য দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার আগে গোল করেন। ফলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে জিদান বাহিনী ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।