হাতিরঝিলে ভাসছে লাশ
প্রকাশিত : ০২:২৩ PM, ১৫ জানুয়ারী ২০২১ শুক্রবার ৯৯৬ বার পঠিত
রাজধানীর হাতিরঝিলে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বেগুনবাড়ি সেতুর পূর্ব পাশে জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক অপারেশন মোহাম্মদ গোলাম আযম।
তিনি বলেন, ‘মৃত ওই যুবকের আনুমানিক বয়স হবে ২২ বছর। যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্নও ছিল না। পরনে ট্রাউজার ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।