‘স্বার্থপর’ মেহজাবিন
প্রকাশিত : ০৬:৪৭ AM, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার ৪২৯ বার পঠিত
বর্তমান সময়ে টিভি নাটকের অন্যতম একজন ব্যস্ত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নতুন নতুন কাজ নিয়ে বছরের সারা সময়ই ব্যস্ত থাকতে হয় তাকে। আর ঈদ কিংবা পূজা হলে তো কথাই নেই। ঈদের পর কিছু দিন শুটিং থেকে দূরে ছিলেন তিনি। তবে সম্প্রতি ঈদের পর দ্বিতীয়বারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন মেহজাবিন।
গত শুক্রবার ‘স্বার্থপর’ শিরোনামের একটি নাটকের শুটিং শেষ করেছেন মেহেজাবিন। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা অপূর্বর সঙ্গে। নাটকটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান।
মেহজাবিন বলেন, ‘আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম ঈদের পর টানা কিছুদিন বিশ্রাম নিবো। গেল কয়েকদিন তা-ই নিলাম। এবার বিরতি শেষে কাজে ফিরেছি।’
প্রসঙ্গত, কিছু দিন আগে সামাজিক যোগাযোগে একটি ভিডিও ভাইরাল হয়। যা অনেকেই মেহেজবিনের বলে দাবি করেন। পরবর্তীতে মেহেজাবিন তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি পরিস্কার করেন। পাশাপাশি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তা নেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।