সেল্ফ আইসোলেশনে জিদান
প্রকাশিত : ০৩:০৬ PM, ৮ জানুয়ারী ২০২১ শুক্রবার ৩১ বার পঠিত
করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গিয়েছিলেন জিনেদিন জিদান। যে কারণে সেল্ফ আইসোলেশনে থাকতে হচ্ছে রিয়াল মাদ্রিদ কোচকে। ক্লাব থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। স্প্যানিশ পত্রিকা এবিসি বিষয়টি নিশ্চিত করে।
এন্টিজেন ও পিসিআর দু’টি টেস্টেই ফলাফল নেগেটিভ এসেছে জিদানের। তবুও স্প্যানিশ সরকার ও লা লিগার নিয়ম মেনে আইসোলেশনে থাকতে হচ্ছে তাকে।
বৃহস্পতিবার ভালদেবেবাসে দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন জিদান। লা লিগার কোভিড প্রোটোকল অনুযায়ী তিনদিন আইসোলেশনে থাকতে হবে তাকে। তারপর কোভিড নেগেটিভ সনদ নিয়ে দলের অনুশীলন বা ম্যাচে থাকতে পারবেন জিদান।
আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ বেশি কাছাকাছি হলে দুই সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে তাকে। অবশ্য সংস্পর্শের ১০ দিন পর পিসিআর টেস্টে ফলাফল নেগেটিভ আসলে দলে যোগ দিতে পারবেন এই ফরাসি কোচ।
শনিবার ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না জিদান। অ্যাটলেটিক ক্লাবের বিপক্ষে স্প্যানিশ কাপের সেমিফাইনালেও দেখা যাবে না তাকে।
লা লিগায় ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।