সুবর্ণার নতুন গান বুক ফাটিয়া
প্রকাশিত : 10:46 PM, 10 June 2022 Friday 175 বার পঠিত
হৃদয় মাহমুদ, বিনোদন প্রতিবেদক
গানে গানে বেশ ব্যস্ত সময় পার করছেন ‘আমার লাশ’ দিয়ে পরিচিত পাওয়া তরুণ কণ্ঠশিল্পী সূবর্না। এরইমধ্যে প্রকাশিত হওয়া তার তিনটি গানেই পেয়েছেন দারুন সাড়া। এরইমধ্যে নতুন গান তৈরি করে ফেলেছেন মিষ্টি কন্ঠের এই গায়িকা।
গানের শিরোনাম ‘বুক ফাটিয়া’। গানটি লিখেছেন এবং সুর করেছেন এলেক্স আব্দুস সালাম, সংগীতায়োজন করেছেন সিকদার আকাশ। গানটি আজ মুক্তি পাচ্ছে সিকদার মিউজিক অফিসিয়ালে।
সুবর্ণা বলেন, ‘অনেক দিন হলো নতুন গান প্রকাশ করা হচ্ছে না। বেশ কিছু গান প্রস্তত করে রেখেছি। এরমধ্যে একদমই নতুন একটা গানের কাজ শেষ করলাম। খুবই চমৎকার। ‘বুক ফাটিয়া’ আমার চতুর্থ গান আর সিকদার ভাই এরসাথে চতুর্থই। গানটির গীতিকার সালাম ভাই এর প্রতি কৃতজ্ঞ, এত সুন্দর একটি গান লেখার জন্য। আর আপনারা সকলেই জানেন সিকদার ভাই অনেক ভাল কাজ উপহার দিচ্ছে তার সাথে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সামনে আরো অনেক গান আসবে আপনাদের জন্য।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।