সুন্দরগঞ্জে ৫শ ২৫ পিচ ইয়াবা ও গাজাসহ দুইজন গ্রেফতার
প্রকাশিত : ০৭:০৭ PM, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ২২৫ বার পঠিত
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫২৫ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
থানা সুত্র জানায়,শুক্রবার দিবাগত গভীর রাতে মাদকের কারবার করার সময় এদের গ্রেফতার করা হয়। এরা হলেন,উপজেলার বামনজল গ্রামের আবুল কাশেমের ছেলে রেজানুল কবির রিতু ও পূর্ব বাছহাটি গ্রামের আব্দুল মজিদের ছেলে রতন মিয়া। গ্রেফতারের পর দেহ তল্লাশী করে রেজানুল কবিরের কাছ থেকে ৫২৫ পিচ ইয়াবা ও রতন মিয়ার কাছ ১০০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ওসি এসএম আব্দুস সোবাহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।