সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড: ৮ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত : 05:37 PM, 8 June 2022 Wednesday 105 বার পঠিত
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানার এস আই আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় অবহেলার কারণে এই দুর্ঘটনা বলে অভিযোগ আনা হয়েছে। তবে, তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ। এদিকে, প্রায় ৮৬ ঘণ্টা পর বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে সেনাবাহিনী জানায়, ডিপোর কোথাও আর আগুন নেই।
অন্যদিকে, ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।
এর আগে, শনিবার রাতে বিএম কন্টেইনার ডিপোতে রাত সাড়ে ৯টার দিকে একটি কন্টেইনারে আগুনের সূত্রপাত হয়। এরপর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্মরণকালের ভয়াবহ এই বিস্ফোরণে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে এখনও ১১৭ জন চট্টগ্রাম ও ঢাকায়
চিকিৎসাধীন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।