সিলেট বিভাগীয় দাবা চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশিত : ০১:৩৪ AM, ৫ অক্টোবর ২০১৯ শনিবার ২১৩ বার পঠিত
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ‘সিলেট বিভাগীয় দাবা চ্যাম্পিয়নশীপ ২০১৯’ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামস্থ ক্রীড়া ভবনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে লতিফ ট্রাভেলস্।
সিলেট বিভাগীয় দাবা কমিটির পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় দাবা কমিটির সভাপতি জহিরুল কবীর চৌধুরী শিরু।
বিপুল চন্দ্র তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় দাবা কমিটির সাধারণ সম্পাদক রাহাত তরফদার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কামাল আহমদ, জাহিদ ও মোহাম্মদ খায়রুল আমিন, শাহ মাহফুজুল করিম, সাইফুল ইসলাম চৌধুরী, তৌহিদুল বারী, বিকাশ রঞ্জন, ওয়াজিউল মেহেদী ও রাধা কিশোর সিংহ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাত রাউন্ড সুইসলীগ পদ্ধতির এ প্রতিযোগীতা দাবা খেলা শুরু হয়। আগামী ৫ অক্টোবর এ প্রতিযোগিতায় সমাপনী ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাতীয় দাবা প্রতিযোগিতা ২০১৯ এর প্রাথমিক পর্বে অংশ গ্রহণের জন্য মনোনীত হবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।