সিলেট জালালাবাদ রোটারীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
প্রকাশিত : ০৫:২২ PM, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার ১০৫ বার পঠিত
প্রায় ২শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে জালালাবাদ রোটারী প্রতিবন্ধী হাসপাতাল।
মঙ্গলবার সকালে নয়াসড়ক মানকপীর রোডস্থ জালালাবাদ রোটারী প্রতিবন্ধী হাসপাতাল বিনামূল্যে চিকিৎসা সেবা কার্য্যক্রম শুরু হয়। বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডা. রোটারীয়ান সামীম আহমদ, ডা.মাশরুরুল হক, ডা. ইয়াহইয়া ইবনে ইলিয়াস।
এসময় উপস্থিত ছিলেন- জালালাবাদ রোটারী প্রতিবন্ধী হাসপাতাল এর চেয়ারম্যান রোটারীয়ান পিপি মোস্তফা কামাল, রোটারীয়ান পিপি মো. আব্দুস সাত্তার, রোটারীয়ান পিপি সফিক আহমদ বকত প্রমূখ।
এসময় জালালাবাদ রোটারী প্রতিবন্ধী হাসপাতাল এর চেয়ারম্যান রোটারীয়ান পিপি মোস্তফা কামাল বলেন রোটারী ক্লাবগুলো সবসময় মানুষের কল্যানে কাজ করছে। এরমধ্যে জালালাবাদ রোটারী ক্লাব বিভিন্ন সমাজকল্যানমূলক কার্য্যক্রমের পাশাপাশি দীর্ঘদিন থেকে জালালাবাদ রোটারী পঙ্গু পূর্নবাসন কেন্দ্রের মাধ্যমে সিলেট অঞ্চল সহ বিভিন্ন এলাকার মানুষকে বিশেষায়িত সেবা প্রদান করে আসছে। তার পাশাপাশি বিভিন্ন দুঃস্থ রোগীকে সাধারন চিকিৎসা সেবা প্রদানের জন্য আজকের এ ফ্রি মেডিকেল ক্যাম্প তিনি এ ক্যাম্প পরিচালনায় সহযোগীতার জন্য ডাক্তার সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য এখন থেকে প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত জালালাবাদ রোটারী প্রতিবন্ধী হাসপাতালে ডা.মাশরুরুল হক সাধারন রোগী দেখবেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।