সিলেটে মহালয়া উৎসব সম্পন্ন
প্রকাশিত : ০৫:২০ AM, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার ২১০ বার পঠিত
সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ বলেছেন, সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকার্যের মাধ্যমে সমাজের মূল্যবোধকে জাগ্রত করতে হবে।
তিনি শনিবার মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৬ বাংলার উদ্যেগে বিকাল ৫টায় ধর্মসভা, পুরস্কার বিতরণ, অরুণ আলোর অঞ্জলি প্রকাশনা ও দরিদ্র অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অব. ডিজিএম প্রণব কুমার দেবনাথ এর সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী স্বপন চক্রবর্তী ও সহ-সভাপতি বিনয় ভূষণ তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, দৈনিক উত্তর পূর্বের সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্ত্তী মানস, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে, পরিষদের প্রধান সমন্বয়কারী সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক প্রশান্ত কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।
স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম সমন্বয়কারী এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ^াস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও সিলেট জেলা শাখার সহ সভাপতি অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, ভূমি সন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, পরিষদের সহ সভাপতি অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, এ্যাপেক্সিয়ান জি.ডি রুমু, কবি সুমন বনিক, শিক্ষয়িত্রী শীলা চৌধুরী, রোটারিয়ান নিরঞ্জন চন্দ্র চন্দ, পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংক কর্মকর্তা জ্যোতি মোহন বিশ^াস, সাংগঠনিক সম্পাদক ব্যাংক কর্মকর্তা অরুণ কুমার বিশ^াস, শিক্ষয়িত্রী শাশতী পাল সোমা, এডভোকেট এস.কে পাল, ব্যাংকার জ্যোতির্ময় দাশ যীশু প্রমুখ।
অনুষ্ঠানে ধর্ম ও সমাজসেবায় অধ্যাপক ব্রজেন্দ্র কুমার দাশ ও এডভোকেট কিশোরী পদ দেব শ্যামলকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সিলেটের রতœগর্ভা মা অদিতী চৌধুরী, সুনামগঞ্জের মিনতী রাণী তালুকদার, হবিগঞ্জে শেফালিকা দাশ ও মৌলভীবাজারের সুনীতি দাশকে সম্মাননা প্রদান করা হয়।
সভায় পরিষদের প্রকাশনা ‘অরুণ আলোর অঞ্জলি’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। শেষে শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ ও দরিদ্র অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ সম্পন্ন হয়।
এদিকে শ্রীমা সারদা সংঘ সিলেটের পরিচালনায় সকাল সোয়া ৮টায় সমবেত চ-ীপাঠ অনুষ্ঠিত হয়। ১০টায় মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র চৌহাট্টা সিলেটের সহযোগিতায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবঃ ডিজিএম প্রণব কুমার দেবনাথ ও ব্যাংক কর্মকর্তা অরুণ কুমার বিশ^াসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রফিক) ফয়ছল মাহমুদ, দৈনিক সিলেটের ডাক এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ^াস সমর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দে, পরিষদের সহ সভাপতি বিনয় ভূষণ তালুকদার প্রমুখ।
বেলা ১১টায় মাতৃসঙ্গীত প্রতিযোগিতা, দুপুর দেড় টায় মহাপ্রসাদ বিতরণ, বিকাল ৩টায় পরিষদের সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদী ও সহ সাংস্কৃাতিক সম্পাদক সীমা রাণী সরকারের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
৩ দিন ব্যাপী বার্ষিক মহালয়া উৎসব সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অব. ডিজিএম প্রণব কুমার দেবনাথ ও সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।