সিলেটে নিজের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ০৬:১২ PM, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার ১৭৭ বার পঠিত
তিনটি কর্মসূচি নিয়ে এবার সিলেটে এসেছেন ড. মোমেন। তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গলবার বেলা পৌনে ২টায় নিজের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন, বিকাল ৪টায় দুর্গা পূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে যোগদান এবং রাত ৮টায় সিলেট চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান।
বুধবার সকালে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন মন্ত্রী।
এসময় বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আশফাক আহমদ , জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোকিত সকাল/ফাহাদ
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।