সিলেটে অস্ত্রসহ ১৭ মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশিত : ০২:১৩ AM, ৩ নভেম্বর ২০১৯ রবিবার ১০৪ বার পঠিত
সিলেটের দক্ষিণ সুরমা থেকে ১৭ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজনকে পাইপগান ও কার্তুজসহ গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের চান্দাই সড়কস্থ রুপালী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১টি পাইপগান ও ১টি কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রাজন মিয়া (২৪) আখালিয়া নোয়াপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭ মামলা রয়েছে।
উদ্ধারকৃত আলামতসহ তাকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার (ভারপ্রাপ্ত) এএসপি নাহিদ হাসান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।