সিলেটের মনিপুরীদের পূজামন্ডপ পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার
প্রকাশিত : ১১:০৪ AM, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার ১২৯ বার পঠিত
সিলেটের সম্প্রীতির এই মিলন মেলায় মনোরম পরিবেশে বিভিন্ন মন্ডপে স্বতস্ফূর্তভাবে নারী-পুরুষের উপস্থিতি ও স্বাচ্ছন্দে ধর্মীয় উৎসব পালনে সন্তোষ প্রকাশ করেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার এল কৃষ্ণামূর্তি।
তিনি সোমবার দুপুরের সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আম্বরখানা মনিপুরী পাড়ায় পূজামন্ডপ পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বন্ধুত্বপূর্ণ মনোভাব ও ধর্মীয় সহমর্মিতার কারণে শারদীয় শুভেচ্ছা ও সকল সিলেটবাসীদের অভিনন্দন জানান।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- পূজা পরিচালনা পরিষদের সভাপতি পঞ্চু সিংহ, সহ সভাপতি প্রদীপ পাল, রঞ্জন সিংহ, জুয়েল সিংহ, সাধারণ সম্পাদক প্রবাল সিংহ, সহ সাধারণ সম্পাদক মান্না পাল, অরুন চন্দ্র দে, কোষাধ্যক্ষ সজল সিনহা, সহ কোষাধ্যক্ষ অসিত সিংহ, বিকাশ দাস সহ এলাকার বিভিন্ন মুরব্বীগণ ও যুবক সেমাজের নেতৃবৃন্দা এবং ভারতীয় হাইকমিশন কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।