সিরাজদিখানে র্যাবের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
প্রকাশিত : ০৫:৫৭ PM, ২ অক্টোবর ২০১৯ বুধবার ২৫৬ বার পঠিত
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১০৫ পিস ইয়াবাসহ মো.বদরুল আলম রবিন চোকদার (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সে উত্তর আবির পাড়া গ্রামের মৃত শামসুল আলম চোকদার-এর ছেলে।
র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১,অক্টোবর)রাতে জেলার সিরাজদিখান থানাধীন নিউ মার্কেট বাজারাস্থ মোঃ বদরুল আলম রবিন চোকদার কে শামসুল আলম চোকদার স’মিল -এর পিছনে একটি দু’চালা টিনের ঘরের সামনে ফাঁকা স্থানে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১১,সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল রাত সাড়ে ৮টার দিকে উল্লেখিত ঘটনা স্থলে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. বদরুল আলম রবিন চোকদারকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার নিকট থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে সিরাজদিখান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।