সিরাজগঞ্জে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় জরিমানা
প্রকাশিত : ০৯:১৩ PM, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার ২৫৬ বার পঠিত
সিরাজগঞ্জ সদরের কাচামালের আরতে পিতা মাতা বাণিজ্যালয় ও আদিত ভান্ডারকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পিয়াজ ও আদা পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অভিযোগে মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার সকালে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার আঃ সাত্তার জানান, বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত শহরের কাচামালের আরতে অভিযান চালায়। এ সময় পিয়াজ ও আদাতে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় পিতা মাতা বাণিজ্যালয়কে ৫ হাজার টাকা ও আদিত ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন,২০১০” এর আওতায় ০২ টি দোকানকে মোট ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে সহযোগিতা করেন পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান খান, পেশকার আঃ সাত্তার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।