সিরাজগঞ্জে নদী বাঁচাও আন্দোলনের মানবন্ধন ও স্মারকলিপি প্রদান
প্রকাশিত : ০৭:২৮ AM, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার ২৪৫ বার পঠিত
নদী দখল, দুষন ও ভাঙন রোধ সহ বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ১৭ দফা বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে।
আজ(২৯ সেপ্টেম্বর) রোববার সকাল ১১টার সময় জেলা প্রসাশক কার্যালয় চত্বরে আধা ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবি সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদের কাছে স্বারকলিপি প্রদান করেন জেলা সভাপতি মাসুদ পারভেজ, সাধারন সম্পাদক রফিক মোল্লা, এনায়েতপুর থানা সভাপতি শেখ শামীম, শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি ফারুক রেজা ও সাংবাদিক মুক্তার হাসান প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।