সিপিএল খেলতে যাওয়ার আগে দোয়া চাইলেন লিটন
প্রকাশিত : ০৬:১৪ AM, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার ৩২০ বার পঠিত
দেশের বাইরে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেন লিটন কুমার দাস। জাতীয় দলের এ ওপেনার সাকিব আল হাসানের সঙ্গেই বুধবার সন্ধ্যায় ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ খেলতে গেলেন।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে। বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে।
ক্যারিয়ারে প্রথম বিদেশি কোনো ফ্রাঞ্চাইজি লিগে অংশ নিতে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চাইলেন লিটন।
গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় সিপিএল। ইতিমধ্যে লিটনের দল জ্যামাইকা তালাওয়াস ৮ ম্যাচ খেলে ৬টিতে হেরে টেবিলের তলানীতে পড়ে আছে। গ্রুপ পর্বের শেষ ৩ ম্যাচ খেলতে যাচ্ছেন লিটন।
আর এই তিন ম্যাচে একাদশে সুযোগ পেলে নিজের সর্বোচ্চ উজার করে দেয়ার চেষ্টা করবেন লিটন। ঢাকা ত্যাগের আগে এমনটিই বলে গেছেন জাতীয় দলের এ ওপেনার।
লিটন দলে তার সঙ্গী হিসাবে পাচ্ছেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিস গেইল, আন্দ্রে রাসেল এবং রভম্যান পাওয়েলের মত তারকা ক্রিকেটারদের।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।