সিপিএল খেলতে গেলেন সাকিব
প্রকাশিত : ০৬:১৪ AM, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার ২৯৪ বার পঠিত
ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে গেলেন সাকিব আল হাসান। বুধবার সন্ধ্যা ৭টা ৪০মিনিটে সাকিবকে বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
সিপিএলের গত আসরে খেলা হয়নি সাকিবের। এবারও আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ব্যস্ত থাকায় সিপিএলের প্লেয়ার ড্রাফটে সাকিবের নাম ছিল না। তবে নভেম্বরে ভারত সফরের আগে জাতীয় দলের কোনো নেই। সেই সুযোগে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ খেলতে গেলেন সাকিব।
বিশ্বসেরা এ অলরাউন্ডার সিপিএলে নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানের পরিবর্তে বার্বাডোজ ট্রাইডেন্টস খেলবেন।
সিপিএলের চলতি আসর শুরু হয়েছে গত ৫ সেপ্টেম্বর থেকে। আসর শুরুর আগে ড্রাফটে সাকিবের নাম না থাকলেও আসরের মাঝপথে এসে বাংলাদেশি অলরাউন্ডারকে দলে নেয় বার্বাডোজ ট্রাইডেন্টস।
ইতিমধ্যে তারা ৬ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বর পজিশনে আছে। সাকিবকে দলে নিয়ে প্রতিযোগিতায় লড়াই দিতে চায় দলটি।
সিপিএল খেলার জন্য এরই মধ্যে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন সাকিব। তবে সাকিবের দল যদি টুর্নামেন্টের ফাইনালে উঠে তাহলে আগামী ১২ অক্টোবর হতে যাওয়া সেই ফাইনালে সাকিবের নাও খেলা হতে পারে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।