সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১৫ নভেম্বর
প্রকাশিত : 07:41 AM, 20 September 2019 Friday 527 বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে। প্রথমদিন বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-২) মুনশী শামসুদ্দিন আহমেদ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ২২ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা এবং ২৯ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।