সময় টিভির বার্তা প্রধানের সাথে মোহনপুর উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়
প্রকাশিত : ১২:৪৭ AM, ২ অক্টোবর ২০১৯ বুধবার ১১৪ বার পঠিত
মন শান্ত,মোহনপুর প্রতিনিধি (রাজশাহী): রাজশাহী মোহনপুর উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ।
মঙ্গলবার ৩টায় তিনি মোহনপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আসেন, এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সাদিকুল ইসলাম স্বপন।
পরে তুষার আব্দুল্লাহ মোহনপুর উপজেলা প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন,সময় টিভির রাজশাহী ব্যুরো প্রধান ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (আরটিজেএ) ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান পাপ্পু,মোহনপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল,যুগ্ম সম্পাদক রতন মাষ্টার,সাংগঠনিক সম্পাদক রিপন আলী, সুমন শান্ত সহ আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, আল মামুনুর রশিদ, মার্শাল আট প্রধান প্রশিক্ষক শহিদুল ইসলাম প্রমূখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।