সমুদ্রের কথায় শাওন-সৌরভ এর গান ‘বিশ্বকাপে বিশ্ব কাঁপে’
প্রকাশিত : 08:26 PM, 10 October 2021 Sunday 141 বার পঠিত
সম্প্রতি ‘বিশ্বকাপে বিশ্ব কাঁপে’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন ফখরুল হক শাওন ও শুনু সৌরভ। আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলকে উৎসাহ জোগাতেই গানটি করা হয়েছে।
শওকত সমুদ্রের কথায় ‘বিশ্বকাপে বিশ্ব কাঁপে’ গানের সুর ও সংগীতায়োজন করেন ডিউক থিওটোনাস মুরমু। দেশের প্রথম বেসরকারি রেডিও স্টেশন রেডিও টুডে এফএম ৮৯.৬-এর ভেরিফাইড ফেসবুক পেইজে ইতোমধ্যে গানটি প্রকাশ করা হয়েছে।
গানটি প্রসঙ্গে রেডিও টুডের অনুষ্ঠান ব্যাবস্থাপনা প্রধান ও শিল্পী ফখরুল হক শাওন বলেন, ‘আমরা সব সময়ই চেষ্টা করি শ্রোতাদের ভিন্ন কিছু দিতে। এই গানের মাধ্যমে আমরা বাংলাদেশের দলের খেলোয়ারদের উৎসাহ জোগাতে চেয়েছি। গানটিকে ভালোবেসে আমাদের শ্রোতারা যখন শেয়ার করবে, তখন লাখো মানুষের কাছে এটি পৌঁছে যাবে।’
তিনি আরও বলেন, ‘এই গানে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো বাংলাদেশের সব মানুষের মনের কথা। সর্বোপরি এই গানটি তৈরি করার প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশ দলকে শুভকামনা জানানো।’
ফখরুল হক শাওন বিভিন্ন সময় কভার গান করলেও প্রথম মৌলিক গান ‘ঘোর’ প্রকাশের পর ব্যাপক সাড়া পান।
উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপের মতো এবারও বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি বাংলা ধারাভাষ্য প্রচার করবে রেডিও টুডে এফএম ৮৯.৬।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।