সবকিছু ইতিবাচকভাবেই দেখতে পছন্দ করি
প্রকাশিত : 02:05 AM, 28 November 2019 Thursday ৫০ বার পঠিত
সংগীতশিল্পী ও অভিনেতা আসিফুর রহমান আগুন। সংগীতাঙ্গনে সুপরিচিত একটি নাম। ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে গান গেয়ে মূলত আলোচনায় আসেন এ শিল্পী। পাশাপাশি অভিনয় করেছেন ‘ঘেটুপুত্র কমলা’, ‘৭১ এর মা জননী’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে। যদিও বর্তমানে গান নিয়েই তার পুরো ভাবনা। সম্প্রতি নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। কথা হলো তার সঙ্গে…
দীর্ঘদিন পর অভিনয়ে…
পেশা হিসেবে কখনো অভিনয় করিনি। শখের বসে কিছু কাজ করেছিমাত্র। যদিও দর্শকরা আমাকে পেশাদার অভিনেতা হিসেবেই গ্রহণ করেছেন। দর্শকের কথা মাথায় রেখে আবারও একটি ধারাবাহিকে কাজ করলাম। ‘মিষ্টিপান’ নামের ৬ পর্বেও এ ধারাবাহিকে ঢাকার বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে।
গানে গানে…
ক’মাস ধরেই অডিও গান নিয়ে কিছু একটা করার চেষ্টা করছি। ভক্তদের জন্য নিত্যনতুন গান তৈরি করছি। মাঝে কিছুদিন গান থেকে দূরেই ছিলাম। অনেকদিন ভক্তরা আমার থেকে নতুন কিছু পায়নি। তাই ভক্তদের প্রত্যাশা মিটাতেই গানে নিয়মিত হয়েছি। ইতোমধ্যে বেশ কয়েকটি গান প্রকাশ করেছি। তারমধ্যে ‘না ফেরার দেশে’ অন্যতম। এ গানটি অন্যতম হওয়ার কারণ, এটি আমার মা-বাবাকে উৎসর্গ করেছি। সামনে আরও কিছু গান প্রকাশ পাবে।
অডিও মার্কেট…
দীর্ঘদিন ধরে গানের সঙ্গে সম্পৃক্ত থাকায় সামনে থেকে অনেক কিছুই শিখেছি। আমার সব ধরনের অভিজ্ঞতাই রয়েছে। সব মিলিয়ে আমার মনে হয় বর্তমান অডিও মার্কেট একদম তৈরি। এখানে ভালো মানের কনটেন্ট দিতে পারলে দর্শক গ্রহণ করবে। তাই রাত দিন ভালো কিছু করার চেষ্টা করি।
ভালো-মন্দ
ভালো এবং মন্দ সব জায়গায় থাকবে। আমাদের সংগীত অঙ্গনেও তাই। আমি সব কিছু ইতিবাচকভাবেই দেখতে পছন্দ করি। অন্যের সমালোচনা না করে নিজের কাজটি ঠিকভাবে করতে চাই। ঢালাওভাবে বলতে গেলে আমাদের সংগীত সময়ের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।