সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
প্রকাশিত : ০৫:২৪ AM, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার ২৪৩ বার পঠিত
কামারখন্দে সওজে’র পোড়াবাড়ী-কামারখন্দ-নলকা সড়কটি দীর্ঘদিন যাবত্ সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ২০ কিলোমিটারের অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এ সড়কটির প্রায় ১২ কিলোমিটারের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড়ো বড়ো খানা-খন্দের। সামান্য বৃষ্টিতেই ঐ সকল স্থানে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন এ সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন চালক, যাত্রী ও পথচারীরা। দুর্ভোগের পাশাপাশি প্রতিদিন অনেকটা ঝুঁকি নিয়েই এ সড়কে চলছে যানবাহন। মাঝে-মধ্যেই সড়কটিতে যাত্রী ও মালামাল বহনকারী যানবাহন উলটে গিয়ে ঘটছে দুর্ঘটনা। উপজেলা পরিষদ কমপ্লেক্স, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জামতৈল রেলওয়ে স্টেশনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থাকায় এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী ও পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন। কিন্তু দীর্ঘদিনেও জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা হয়নি। তাই প্রয়োজনের তাগিদে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
ভ্যানচালক আমির হোসেন ও আব্দুল মজিদ জানান, দীর্ঘদিন যাবত্ সড়কটির অধিকাংশ স্থানেই ভাঙা। মাঝে-মধ্যেই আমাদের ভ্যান উলটে গিয়ে যাত্রীসহ আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে। সড়কটি সংস্কারে কেউ উদ্যোগই নিচ্ছে না।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, সড়কটি মেরামতে আমাদের কোনো বরাদ্দ আসেনি। তবে সড়কটির যে অংশগুলোতে খানা-খন্দ বেশি। সে অংশগুলোকে চিহ্নিত করে ক্ষুদ্র মেরামতের অর্থায়নে তিন-চার কিলোমিটার আমরা এবার সংস্কার করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, এরই মধ্যে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাকে সড়কটি সংস্কারের বিষয়ে বলা হয়েছে। সড়কটি সংস্কারে উদ্যোগ নিবেন বলে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানিয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।